২৫ নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উদ্ধোগে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলেন ২৫নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা।
নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করছে কিন্তু‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে সহিংসতার মাত্রা এবং বর্বরতার ধারণ।
বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ উদ্ধেগের সাথে লক্ষ্য করছে যে, বর্তমানে সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্ধেগজনকভাবে বাড়ছে। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোদেধ অপরিহার্য সম¤িœত বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার সমাজ এবং ব্যক্তির ভূমিকা গুরুত্বপূর্ন। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি।
বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিতক করার ক্ষেত্রে অবদান রাখবে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ এর সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]