নিজস্ব প্রতিনিধি : 'নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি' আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ'২৫ নভেম্বর হতে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জয় মহিলা সংস্থা ও রসূলপুর মহিলা সংস্থার যৌথ সহযোগিতায় শনিবার বিকাল ৪টায় শহরের কাটিয়ায় জয় মহিলা সংস্থার কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা'র সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার অফিস সহকারি সুলতানা রাজিয়া, রসূলপুর মহিলা সংস্থার সভানেত্রী লিলি খাতুন, রাবেয়া খাতুন, আম্বিয়া, নীলুফা ইয়াসমিন, সুবর্ণা, সেফালী প্রমুখ। উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরা, প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে, যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে লেখা-পড়ার বিকল্প নাই। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও আইনী সহায়তা পেতে ১০৯ নম্বরে কল দেওয়ার আহবান জানান তিনি। এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়া'র ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]