ইসরায়েলি সেনারা রাতারাতি গাজা শহরে অভিযান শুরু করেছে। তারা বলছে, এটি তাদের অভিযানের প্রধান ধাপ। চলমান আন্তর্জাতিক নিন্দা এবং হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সমালোচনা সত্ত্বেও গাজা সিটিতে তীব্র স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। গাজা শহরে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর: রয়টার্স
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পর ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এটি গাজা সিটিতে তাদের স্থল অভিযানের মূল ধাপ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটিকে হামাসের শেষ প্রধান দুর্গ দাবি করেন এবং নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেন। যার ফলে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
গাজা সিটিতে মঙ্গলবার স্থল অভিযান শুরুর ঘোষণা দেয়ার পরেই হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এতে উপকূলীয় সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।
জাতিসংঘের অনুমান, অভিযানের আগে প্রায় ২২০,০০০ ফিলিস্তিনি উত্তর গাজা ছাড়তে বাধ্য হন। যার মধ্যে গত কয়েক দিনে ৭০,০০০ এরও বেশি মানুষ গাজা ছেড়েছেন।
সাম্প্রতিক অভিযানের আগে গাজা সিটি অঞ্চলে প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি ছিলেন। আল শিফা হাসপাতাল জানায়, গাজা শহরে রাতভর এবং মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইতোমধ্যে, জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে।
ইসরায়েলি সেনারা রাতারাতি গাজা শহরে অভিযান শুরু করেছে। তারা বলছে, এটি তাদের অভিযানের প্রধান ধাপ। মঙ্গলবার এক কর্মকর্তা জানান, গাজার সবচেয়ে বড় শহরে কয়েক হাজার হামাস যোদ্ধা অবস্থান করছে।
তিনি বলেন, ‘গাজা সিটিতে মূল অভিযান গত রাত থেকেই শুরু হয়েছে। আমাদের ধারণা, এখানে ২,০০০ থেকে ৩,০০০ সক্রিয় হামাস যোদ্ধা রয়েছেন।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]