নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌরসভার ১,২ও ৯নং ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন মো. কামরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের এক আদেশে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২০২২ সালের জুলাই মাসে কলারোয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষা ও সরকারি অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কামরুল ইসলাম প্যানেলের ১নং প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হন। ওই সুপারিশের আলোকে কামরুল ইসলামকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১,২ ও ৯নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ও লাইসেন্স প্রদান করেন। ওই নিয়োগে সংক্ষুব্ধ হয়ে প্যানেলের ২নং প্রার্থী তামিম হাসান হাইকোর্টে রিট পিটিশন নং- ৩০১৯/২০২৩ দাখিল করলে প্রথমে হাইকোর্ট সেটার রুল জারি করে পরবর্তীতে রিটটি এবসিলিউট করেন। ওই রিট আদেশের বিরুদ্ধে কামরুল ইসলাম আপিল বিভাগে সিএমপি ফাইল করেন, যার নং- ১১২/২০২৫। এর প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ আদালত পূর্বের রিট পিটিশন নং- ৩০১৯/২০২৩ টি স্থিতিবস্থা জারি করেন। ফলে তামিম হাসানের রিট পিটিশনটির আদেশের কোন কার্যকারিত থাকলো না। এতে নিয়োগপ্রাপ্ত কাজী তথা নিকাহ রেজিস্ট্রার কামরুল ইসলামের তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে কোন বাঁধা নেই।
জনস্বার্থে অবগত হওয়ার লক্ষ্যে বিষয়টি নিশ্চিত করেছেন নিকাহ রেজিস্ট্রার কামরুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]