ব্যক্তিগত জীবন সামনে আনতে খুবই কম দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। তার পরিবার, সন্তান নিয়েও খুব একটা জানা যায় না। মাঝে মাঝে স্ত্রীকে তার পাশে দেখা গেলেও সন্তানদের কখনই তিনি প্রকাশ্যে আনেননি।
তবে সম্প্রতি প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ে নিয়ে হাজির হয়ে হইচই ফেলে দিয়েছিলেন কিম জং উন। সেই ঘটনা পুরনো না হতে আবারও প্রকাশ্যে মেয়ের সঙ্গে দেখা গেছে কিমকে। রবিবার ছবিটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাবা ও সৈন্যদের সাথে কিমের মেয়ে।
কেন কিম মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসছেন- তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, মেয়েকে নিজের উত্তরসূরী হিসেবে তৈরি করতে চান কিম। কিমের বাবাও দীর্ঘদিন উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন। কিমের সরকারে গুরুত্বপূর্ণ পদে আছেন তার বোনও।
মেয়েকে সামনে নিয়ে আসলেও তার নাম, বয়স কিছু জানানো হয়নি। ধারণা করা হয়, কিমের তিনটি সন্তান রয়েছে, দুটি মেয়ে ও একটি ছেলে। উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য মতে, মেয়েটি কিমের দ্বিতীয় সন্তান। তার নাম কিম জু এ, বয়স প্রায় ১০ বছর।
সূত্র : এনডিটিভি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]