বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট আমন ধানের জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি ও বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার বিনা প্রশিক্ষণ কেন্দ্রে।
মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ পরমানু গবেষনা ইনস্টি্িউট-বিনা’র সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী সভার মাধ্যমে সারাদিনের কর্মশালা শুরু হয়।
কর্মশালায় ৬৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিনা’র মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন।
সারাদিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ও আলোচনা করেন সিএসও ড. মো. মুনজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, খুলনা’র বীজ প্রত্যয়ন অফিসার মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা খামার বাড়ি’র অতিরিক্ত উপ-পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান।
কর্মশালা শেষে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট আমন ধানের বীজ বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]