রাজধানী কিয়েভ রক্ষায় জীবনের শেষ বিন্দু দিয়েই রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
জেলেনস্কি বলেন, ‘তারা যদি বোমার চাদর বিছিয়ে দেয়, সহজেই আমাদের ইতিহাস মুছে দিতে চায়। আমাদের সবাইকে ধ্বংস করেই তাদের কিয়েভে ঢুকতে হবে।
যদি এটাই তাদের উদ্দেশ্য হয়, তবে তারা আসতে পারে। ’
এ পর্যন্ত ১৩ শ ইউক্রেন সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। এসময় পশ্চিমাদের শান্তি আলোচনার আরও উদ্যোগ নেওয়ার আহবান জানান জেলেনস্কি।
সূত্র: আল জাজিরা
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]