সবুজ শ্যামল রুপে ভরা
আমার গ্রামখানি
ইছামতির ভ্রমন তারে
করেছে আরো দামি ।
গোঁয়াল ভরা গরু আছে
গোলা ভরা ধান,
পুকুর ভরা মাছের সাথে
পাখির কলতান ।
আমার গাঁয়ে নানার পেশার
মানুষ করে বাস,
নাই ভেদাভেদ তাদেরমাঝে
শান্তি বারমাস ।
বাস্তীর্ন সবুজ মাঠে
ছোট্ট ছোট্ট বিল,
সূর্যি মামার কিরন লেগে
করে তা ঝিঁলমিঁল ।
রুপ, লাবণ্যে, ঐশ্বর্যে
সব কিছুতেই ভরপুর!
সোনার দেশের ছোট্ট গ্রাম
নাম তার '"কাঁদপুর"'।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]