ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ইমারতি দেবীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ইমারতি দেবীকে বলতে শোনা গেছে, তিনি গোবর আর কাদা মাটিতে জন্মেছেন। ফলে তিনি করোনাভাইরাসে সংক্রমিত হবেন না।
গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে ওই মন্ত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।
আর তা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন মন্ত্রী। সেই প্রেক্ষিতেই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনিই বলেছিলেন, আমার করোনা হয়েছে। কিন্তু আমি মাটিতে ও গোবরে জন্মেছি। এখানে এত জীবাণু আছে যে করোনা আমার ধারে কাছে আসতে পারবে না।
চিবুকের নিচে ঝোলানো মাস্ক দেখিয়ে মন্ত্রী আরও বলেন, এটাও আমাকে বাধ্য হয়েই পরতে হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]