আমি নজরুল হতে চাই
তাই কখনো করে ফেলি উচ্চ কন্ঠে চিরপ্রতিধ্বনিতে নির্ভয়ে -
বিশদ
মিথ্যার কষাঘাতে জর্জরিত হয়েও থামে-না
যেন, একটু প্রতিবাদে পাই সুর
অবসাদ ।।
আমি নজরুল হতে চাই
প্রেমিক হয়ে পথে পথে ফুল ফোটাতে
উজান নায়ে গা ভাসিয়ে
হব চিরন্তন উদাসীন,
ভুল করেও হবনা পথিক হবনা কাঙ্গাল
বসন্ত হারাবো-না, যৌবনে ভরা হাটে চির অবসাদ রব আমি আমৃত্যু -
আসীন ।।
আমি নজরুল হতে চাই
প্রদিপ শিখাতে জ্বলে ওঠা মজলুম জনতার
ন্যায্য বিচারটা পাওয়ার স্বপ্নে
নীরবতা দেখে চির অন্তিম শয়নে
এক দুরান্ত অস্থির আমি ,
লালিত লাল-সিত রক্ত লোলুপ ঝনঝনা
দুচোখের পরশে মাখা সূর্যের আলোয়
খুঁজে পাবে অচেনা-অচেতনে সে'ত
খুবই সজাগ রহেছো তুমি ।।
আমি নজরুল হতে চাই
কোন উপায় খুঁজে নাহি পাবো -
জাহান্নামে বসে তবুও হাসতে পারবো বলে,
পালিয়ে বেড়াত পারি-না তো আমি
শত্রুর বশবতী হয়ে পারিনা সত্যি কে হারাতে তাই -
অবুঝ হয়েও সামনে হাটতে সকল সম্মুখে,
তাই কখনো রব নহি নতজানু ঐ
হীন অতলে।।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]