ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুন্দরবন সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নিম্ন আয়ের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা।
গত ২০ মে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের পর থেকেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ভিবিডি সাতক্ষীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২ টায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাবনগর ইউনিয়নের চাকলা গ্রামে শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ সুপেয় পানি বিতরণ করা হয়।
ভিবিডি সাতক্ষীরা'র সভাপতি সুব্রত হালদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসানা মিমি, সদস্য এস এম আশরাফুল ইসলাম, গোলাম হোসেন, সামিউর রহমান, রাবিয়া খাতুন, ইব্রাহিম খলিল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]