নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বর্ডির প্রথম সভা বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত গভর্নিং বডির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলাসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসার অধ্যক্ষ মো: রুহুল আমিন।
সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে শিক্ষানুরাগি সদস্য হিসেবে কো-অপট করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য সাবেক কমিশনার আবুল কাশেম, দাতা সদস্য মো: ইশারাত আলী, অভিভাবক সদস্য যথাক্রমে- মো: শাহিনুর রহমান, নার্গিস পারভিন।
মো: জনি ইসলাম ও মনোয়ারা খাতুন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-মো: রেজাউল কারীম, মো: সাখাওয়াত উল্যাহ, মো: সিরাজুল ইসলাম ও নাজমা সুলতানা। উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ- রেজিস্ট্রার মো: ওমর ফারুক এর গত ২ জানুয়ারি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদরাসার গভর্নিং বডি অনুমোদন দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]