চলমান সর্বাত্মক লকডাউন ২৮ এপ্রিলের পর আর বাড়বে না- সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এমন ইঙ্গিত দিলেও আরও এক সপ্তাহের জন্য চলমান ‘বিধিনিষেধ’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো সিদ্ধান্ত হয়েছে। ৫ মে পর্যন্ত চলবে এই ‘বিধিনিষেধ’। এ সময় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।
দেশে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, ২৮ এপ্রিলের পর সর্বাত্মক লকডাউনের মেয়াদ আর বাড়বে না। তবে করোনা পরিস্থিতি এখনো আশঙ্কাজনক অবস্থায় থাকায় সরকার বিধিনিষেধ আরও এক সপ্তাহ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে ইতিমধ্যে রবিবার থেকে দোকানপাট ও শপিং মল নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়া রাস্তায় মানুষের চলাচলও অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ২৯ এপ্রিল থেকে গণপরিবহনও চলাচলের প্রস্তুতি ছিল। তবে বিধিনিষেধের ফলে নতুন সিদ্ধান্ত কী আসে সেটা এখনো জানা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]