শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া আলিম পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কলারোয়া আলিয়া মাদ্রাসা।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৩ এর আলিম পরীক্ষার ফলাফল ঘোষনা করে।
জানা গেছে, কলারোয়া উপজেলার চারটি আলিম মাদ্রাসা থেকে কলারোয়া আলিয়া মাদ্রাসার ৪১ জন, বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২ জন, কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা থেকে ৩৫ জন, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
এর মধ্যে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কলারোয়া আলিয়া মাদ্রাসা। সেখান থেকে ৪১ জনের মধ্যে ১জন এ+, এ গ্রেড ১৪জন, এ- ১৬জন, বি- ৬জন ও সি গ্রেড ৪জন কৃতকার্য হয়েছে।
অন্যদিকে বুঝতলা সিনিয়র মাদ্রাসা থেকে ২২জন পরীক্ষার্থীর মধ্যে ১৯জন কৃতকার্য হয়েছে, কাকডাঙ্গা ফাযিল মাদ্রাসা থেকে ৩৫জন পরীক্ষার্থীর মধ্যে থেকে ২ জন এ+ সহ ৩৩ জন পাস করেছে, হামিদপুর ফাযিল মাদ্রাসা থেকে ১৫জন পরীক্ষার্থীর ১২জন পাস করেছে।
এদিকে, শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমান ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]