ভুল করেও কোন দিন
বলোনা মিথ্যা কথা,
মিথ্যা কথার কারণে অন্য
জন পাবে অনেক ব্যাথা।
মিথ্যা কথা বললে
তোমার হবে অনেক পাপ,
পর কালেও তুমি
পাবে নাকো মাপ।
মিথ্যা কথা ক্ষণিকের ভাল
বলা চলে কিছু দিন,
মানুষ না জানলেও আল্লাহুর
কাছে হতে হবে ঋণ।
আসুন আমরা মিথ্যা বলা
ছেড়ে দেয় সবাই,
আল্লাহু আমাদের পরে রাজি
খুশি থাকবে জেনে রাখে নিশ্চয়ই।
লেখায়:
মো. আলী হোসেন
গ্রাম: পিছলাপোল,
উপজেলা: কলারোয়া,
জেলা: সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]