স্টাফ রিপোর্টার। আশাশনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঢালীরচক সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। গতকাল বিকালে
ঢালীরচক রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রমেশ চন্দ্র সানা সভাপতিত্বে হিসাব নিকাশ পর্যালোচনা শেষে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়।
সভার উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতি ক্রমে বিধান চন্দ্র মন্ডল সভাপতি, প্রদীপ কুমার বাছাড় সাধারণ সম্পাদক, দেবাশীষ ব্যানার্জি হিসাবরক্ষক, পঙ্কজ কুমার সরকার কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
পরে অবসরপ্রাপ্ত শিক্ষক অনাবিল চন্দ্র সানা ও প্রাক্তন সভাপতি রমেশ চন্দ্র সানা নব নির্বাচিত কমিটির হাতে হিসাব নিকাশের কাগজ পত্র (রেজুলেন বই) হস্তান্তর করেন। এ সময় ঢালীরচক, বিল মহিষকুড়, বিল বুড়াখারাটি, বিল বকচর, বিলথানাঘাটা গ্রামের সকল সদস্য বৃন্দের উপস্থিতি ছিলেন।
সব শেষে নূতন ও পুরাতন কমিটির আলিঙ্গনের মাধ্যমে বর্তমান কমিটির উত্তরোত্তর কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]