আশাশুনি সদরে মানবিক কারণে নিজের জমিতে বসবাসের সুযোগ দেওয়ার পরও আশ্রয় প্রাপ্তদের ষড়যন্ত্রে মালিক গোপাল চন্দ্র হালদার দিং অতিষ্ট হয়ে পড়েছে।
এব্যাপারে আশ্রয় দেওয়া সম্পত্তি উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
আশাশুনি গ্রামের মৃত মানিক চন্দ্র হালদারের ছেলে গোপাল চন্দ্র হালদার বাদী হয়ে দাখিলকৃত অভিযোগে জানাগেছে, বিবাদী সুনিল চন্দ্র হালদার, সরস্বতী হালদার, চৈতালী হালদার, গোবিন্দ হালদার বাদির ভাই, বউদি ও ভাইজি। বিবাদীরা পৈত্রিক ও মাতৃ সূত্রে প্রাপ্ত অংশের বিলান সম্পত্তি বহু পূর্বে বিক্রয় করে দিয়েছে। তাদের মাতা ননি বালা হালদার তার নামীয় ভিটাবাড়ির (হাল ৭১৭ খতিয়ানে, ৪৪৫ দাগে) ০১১ শতক জমি বাদীর নামে লিখি দিয়েছেন। যার দলিল নং-১০৭৯, তাং- ৩০/০৫/২০০০। বিবাদীদের বসবাসের কোন সম্পত্তি না থাকায় বাদী মানবিক কারনে বিবাদীদেরকে তার কোবলাকৃত বসত ভিটায় বসবাসের সুযোগ দেন। সেখানে তারা বসবাস করে আসছেন। কিন্তু বাদীর সরলতার সুযোগে বিবাদীরা তাদেরকে পরিবারের মান সম্মান নষ্ট ও বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। এমনকি বাদীর নামে বিজ্ঞ দেওয়ানী আদালতে দেং ০৬/২০২০ নং মামলা করেছে। মামলা বিচারাধীন থাকা স্বত্বেও বাদী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হুমকী দিচ্ছে। তার কোবলাকৃত সম্পত্তি জবর দখলের পরিকল্পনা করে আসছে। বিবাদীরা যাতে তার বসত ভিটা ছেড়ে চলে যায়, সেব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]