টানা চতুর্থ মেয়াদে সাতক্ষীরার আশাশুনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবিএম মোস্তাকিম।
মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অংশগ্রহণকারী চারজন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম।
বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম চিংড়ি মাছ প্রতীকে ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এস এম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীকে ৫০ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।
এছাড়া অপর দুই প্রার্থী আলহাজ গাউসুল হোসেন রাজ দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট। আনারস প্রতীক নিয়ে নির্বাচনকারী প্রার্থী অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট।
যে যতো ভোট পেলেন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]