আশাশুনিতে আওয়ামীলীগ নেতা ওমর ছাঁকি পলাশের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের স্লুইস গেট পরিষ্কার অভিযান পরিচালিত হয়েছে।
জানা গেছে, আশাশুনির কুল্যা ইউনিয়নের আমাদি বিলের পানি নিষ্কাসনের একটি মাত্র স্লুইস গেট নদীর পলি দ্বারা ভরাট হয়ে যাওয়ায় বৃহত্তর কুল্যা ও চাঁদপুর বিলের পানি দীর্ঘদিন ধরে নিষ্কাসনের পথ বন্ধ ছিলো। যার ফলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবত জলবদ্ধতার সাথে লড়াই করে যাচ্ছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে আ.লীগ নেতা ওমর ছাঁকি পলাশের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ সম্মিলিত ভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে পলিমাটি অপসারণ করে স্লুইস গেট পরিষ্কার করে এ অঞ্চলের বিলের পানির নিষ্কাসনের পথ করেছেন।
দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওমর ছাঁকি পলাশ বলেন, এটা সকলের পরিশ্রমের ফসল। কৃষক ভাইয়েরা এবার মৌসুমে ফসল ঘরে তুলতে পারবেন।
স্লুইস গেট পরিস্কার অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মাজেদ গাজী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা ইউসুফ, কামরুল ইসলাম, সুমন গাজী, সাংবাদিক আজিজুল ইসলাম, বাদশা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]