আশাশুনিতে উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জানুয়ারি সকাল ১১টায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন এবং পরিচালনা করেন সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। সভায় মূল আলোচনার বিষয় ছিল ২০২৫ সালের কার্যক্রমের রূপরেখা, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং আগামীর উদারতা কেমন হবে। আলোচনায় আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আব্দুল মালেক বলেন, শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। উদারতা যুব ফাউন্ডেশন যদি শিক্ষাখাতে আরও বেশি ভূমিকা রাখে, তবে অসহায় ও দারিদ্র শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য টেকসই পরিকল্পনা গ্রহণ করা। সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান হাবীব, আশরাফ হোসেন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিন। উদারতার সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমিনুল ইসলাম বুলু। তিনি বলেন,একটি সংগঠন তখনই সফল হয়, যখন তার সদস্যরা একসঙ্গে কাজ করে। উদারতার পথচলায় আমাদের একযোগে কাজ করতে হবে, প্রতিবন্ধকতাকে চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে হবে। এছাড়া, সভায় স্বেচ্ছাসেবকরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে বিশেষ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, উদারতা যুব ফাউন্ডেশন বর্তমান বছরে সমাজের অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা করবে। পাশাপাশি, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।এমন একটি সফল মিলন মেলার মাধ্যমে উদারতার পথচলা আরও সুদৃঢ় হলো বলে মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নেন হারান, রহমত, সোহেল, ফুয়াদ, জুবায়ের, আছিয়া, সুমাইয়া, মোস্তাফিজ, মইনুর প্রমুখ।আলোচনা সভা শেষে মোহাইমিনুল ও হাবিবুরের নেতৃত্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]