পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারী সংস্থা 'উন্নয়ন' এর আয়োজনে সাতক্ষীরা জেলার আশাশুনিতে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৪টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন অতিদরিদ্র কার্যক্রম ভূক্ত সদস্যর মেধাবি সন্তানদের হাতে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।
এসময় উন্নয়ন সংস্থার আশাশুনি সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মো: জহুরুল ইসলাম,আশাশুনি সদর ইউপি সদস্য মো: তারিকুল আওয়াল সেজো, ইউপি সদস্য মো: মনিরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ইন্দ্রা রানী মন্ডল, ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল, শাখা ব্যবস্থাপক মো: ঈদ্রীস আলী, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাবের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মো: ইকবাল কবির, লিফট কর্মসূচির মৎস কর্মকর্তা মো: তানভীর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা বৃত্তিতে ৫ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের হাতে ১২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]