জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে ২১ এপ্রিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে অনলাইনে এসব প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছেন বলে জানাগেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল হোসেন জুয়েল জানান-মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও বিশিষ্ট ব্যাবসায়ী গাউছুল হোসেন রাজ।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি.এম আল-ফারুক, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউনিয়নের সাবেক মেম্বর মারুফা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন ও মেহেরুন্নেছা খাতুন। যাচাই বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]