আশাশুনিতে উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ মিলনায়তনে বড়দিন উদযাপন কমিটি গঠন কল্পে সভায় সভাপতিত্ব করেন লালন সরকার।
দীপঙ্কর সরকার দিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার, পিউস হালদার সুভাষ দাশ, রবার্ট মন্ডল, যাকব আচারী, তুষার দাশ, সবুজ গোলদার, উত্তম মন্ডল, বিপ্লব সরকার, রত্না সরকার, নীলা গোলদার সহ ৩৬টি চার্চের প্রতিনিধিবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বড়দিন উদযাপন কমিটিতে বড়দল সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চের পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডলকে প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা পৌল সরকার ও পিউস হালদারকে উপদেষ্টা করা হয়।
এছাড়া লালন সরকারকে সভাপতি, সুভাষ দাশকে সিনিয়র সহ-সভাপতি, জকিম সিং ও জগদীশ মন্ডলকে সহ-সভাপতি, দীপঙ্কর সরকার দীপুকে সাধারণ সম্পাদক, সানী দাশকে যুগ্ম-সম্পাদক ফিলিপ সরকারকে সহ-যুগ্ম সম্পাদক, রবার্ট মন্ডলকে সাংগঠনিক সম্পাদক, চিনি দাশকে সহ-সাংগঠনিক সম্পাদক, যাকব আচারীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিশ^নাথ দাশকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, তুষার দাশকে দপ্তর সম্পাদক, রনজিত মন্ডলকে সহ-দপ্তর সম্পাদক, সবুজ গোলদারকে অর্থ সম্পাদক, অশোক মন্ডলকে সহ-অর্থ সম্পাদক, উত্তম মন্ডলকে আইন বিষয়ক সম্পাদক, প্রসাদ মন্ডলকে শিক্ষা, সাহিত্য ও গবেষনা সম্পাদক, সাধন মিস্ত্রীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, অরুন গোলদারকে ধর্ম বিষয়ক সম্পাদক, মথি সিংকে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, বিপ্লব সরকার বাবুকে শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, অনিমেশ সরকারকে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, রত্না সরকারকে মহিলা সম্পাদিকা, নীলা গোলদারকে সহ-মহিলা সম্পাদিকা ও আনন্দ মন্ডলকে ১নং সদস্য করে মোট ৪১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা বড়দিন উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর সোমবার আশাশুনি উল্লেখিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে কমিটির সভাপতি ও সম্পাদক সূত্রে জানাগেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]