আশাশুনিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক পরায় অনিহা প্রায় সকলের। ফলে করোনা সংক্রমনের হার বেড়ে যেতে পারে আশাশুনিতে। সংক্রমন ঠেকাতে সরকার ইতোমধ্যে সারাদেশে বিধি নিষেধ আরোপ করেছেন। এর পরও আশাশুনিতে সাধারন মানুষের মধ্যে সরকারী নির্দেশনা মেনে চলার অনিহা দেখা দিয়েছে। শতকরা ১/২জন মানুষ মাস্ক পরছে। নিদের্শনা জারীরপর আশাশুনিতে নেই কোন সচেতনার উদ্যোগ।
২০২১সালে আশাশুনিতে ২৮০জন করোনায় আক্রান্ত হন এবং ৯জন মানুষ মারা যায়। অফিস পাড়ার অফিসারদের মুখে মাস্ক থাকলেও বেশীর ভাগ মানুষের মুখে মাস্ক পাওয়া যাচ্ছে না। মাস্ক ব্যতিত অন্যান্য স্বাস্থ্য বিধি মানতেও দেখা যাচ্ছে অনিহা। ২০২১সালে করোনার দিন গুলোতে মানুষ যেভাবে স্বাস্থ্য সচেতন ছিলেন এ বছর ঠিক ততটা নেই চলে।
মাস্ক ব্যবহারে অনিহার প্রবনতা সবচেয়ে বেশী স্বল্প শিক্ষিত ও শ্রমিক শ্রেনীর মানুষের মধ্যে। এরা কোন নিয়ম নীতিকে তোয়াক্কা করছে না। আশাশুনি থানার অনেক মানুষ ভারতে যাওয়া আসা করে। এক্ষনি স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আশাশুনিতে করোনা সংক্রমন বেড়ে যাবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]