জি.এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২২০ জন কৃতকার্য হয়েছে।
তবে উপজেলা ভিত্তিক ফলাফলে বড়দল কলেজিয়েট স্কুল এ বছর ফলাফলে উপজেলার সেরা হয়েছে বলে জানা গেছে।
এবছর বড়দল আফতার উদ্দীন কলেজিয়েট স্কুলের পরীক্ষার্থী ছিল ৩০৪ জন। যার মধ্যে কৃতকার্য ২৮৫ জন, এ+ পেয়েছে ৩৪ জন, এ পেয়েছে ১২৯ জন, এ- পেয়েছে ৫১ জন, বি পেয়েছে ৩৯জন, সি পেয়েছে ১৩ জন ও এফ পেয়েছে ১৯ জন। পাশের হার ৯৪%।
উপজেলার সেরা ফলাফলের জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান সহ সকল শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও কলেজিয়েট স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]