আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠানের ২৬৯ পরীক্ষার্থী এ+ পেয়েছে। সকল প্রতিষ্ঠানের ফলাফল না পাওয়ায় প্রাপ্ত ৬টি প্রতিষ্ঠানের ফলাফল নি¤েœ দেওয়া হলো। আশাশুনি সরকারি কলেজ ঃ কলেজ থেকে সকল বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থী ছিল। অনুপস্থিত ছিল ১৩ জন। পাশ করেছে ৩৭১ জন। পাশের হার ৯৮.০৮%। যার মধ্যে এ+ ৬৬, এ ২১০, এÑ৬৮ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৪ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ঃ উপজেলার মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সর্বাপেক্ষা ভাল ফলাফল করেছে এই কলেজ। কলেজ থেকে এবছর বিজ্ঞান বিভাগে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১ জনই এ+ পেয়েছে। সর্বমোট ২০৪ জন পরীক্ষার্থী (সকল বিভাগ) পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ পেয়েছে ৩১ জন, এ ১৫২, এ-১৫ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন। দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট স্কুল ঃ ৪৫০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৪১ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ পেয়েছে ১৪৫ জন। এ ২৬৭ জন, এ- ২৫, বি ৩ ও সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে১ জন। দরগাহপুর কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পরীক্ষায় অংশ নিয়েছিল। মোট ৮৪৬ জন পরীক্ষায় অংশ নেয় এবং কৃতকার্য হয়েছে ৮২৪ জন। এ+ পেয়েছে ১৯৭ জন। পাশের হার ৯৭.৪০%। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ এবছর ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৫, এ ৪১, এÑ ৩৯ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯ জন। প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা ঃ মাদ্রাসা হতে ৬৩ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। গোল্ডেনসহ এ+ ১৫, এ ৪১ ও এÑ ৭ জন। গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা ঃ মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ১৭ জনই কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৭ জন ও এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১০ জন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]