আশাশুনি ব্যুরো : আশাশুনিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মৃত্যু দাবী চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠত হয়েছে। বুধবার সকালে আশাশুনি জোনাল অফিস হল রুমে চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন জোনাল অফিস ইনচার্জ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ বেলায়েত হোসেন মিলন। বিশেষ অতিথির বক্তব্য আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাতক্ষীরা জোনাল অফিসের ইনচার্জ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হযরত আলী। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিল্ড অফিসারগণ, গ্রাহক ও সুধীজন। সমাবেশ শেষে গ্রাহক রাফেজা বেগমের মৃত্যুজনিত তার পুত্র নমিনী রফিকুল ইসলামের হাতে ৮৪ হাজার ৫০ টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]