আশাশুনি উপজেলায় ৩ হাজার ৮ শত ৫৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। রবিবার ৭টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হচ্ছে। উপজেলার ৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ২৮৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
কেন্দ্রগুলোর মধ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৫১৯ জন পরীক্ষার্থী রয়েছে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮২৫ জন, বড়দল কলেজিয়েট স্কুলে ৭টি প্রতিষ্ঠানের ৪৪৪ জন, দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৫১৯ জন ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ৫১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
আশাশুনিতে সমমান তথা দাখিল পরীক্ষা কেন্দ্র ২টি। মোট পরীক্ষার্থী ৯৮৭ জন। কেন্দ্র দু’টির মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠানের ৬৬৬ জন ও গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ১০টি প্রতিষ্ঠানের ৩২১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]