আশাশুনিতে এসএসসি কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সকল কেন্দ্রের কেন্দ্র সচিব ও সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানবৃন্দ। সভায় উপজেলার সকল এসএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় এবং কেন্দ্র কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিগুলো হলো-আশাশুনি কেন্দ্র ঃ কেন্দ্র সচিব প্রধান শিক্ষক (সরঃ হাইস্কুল) আশরাফুন্নাহার, সহকারী সচিব প্রধান শিক্ষক (বলাবাড়িয়া হাইস্কুল) দুলাল চন্দ্র সানা, হল সুপার রমেশ চন্দ্র মন্ডল (পুইজালা হাইস্কুল) ও আসাদুল হক (কাকড়াবুনিয়া হাইস্কুল)।
বুধহাটা কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ দাউদ হোসেন, সহকারী সচিব শাহাজুদ্দিন সরদার (গাভা হাইস্কুল), হল সুপার পরিমল কুমার দাশ (গাবতলা হাইস্কুল) ও শংকর কুমার গাইন (মহিষাডাঙ্গা হাইস্কুল)।
দরগাহপুর কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ গৌরপদ মন্ডল (দরগাহপুর কলেঃ স্কুল), সহকারী কেন্দ্র সচিব বদিউজ্জামান খান (কাদাকাটি হাইস্কুল), হল সুপার আবু ছাদেক (মিত্র তেতুলিয়া হাইস্কুল) ও চিত্তরঞ্জন মন্ডল (খরিয়াটি হাইস্কুল)।
বড়দল কেন্দ্র ঃ কেন্দ্র সচিব অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন (বড়দল কলেঃ স্কুল), সহকারী কেন্দ্র সচিব মমতাজ হেলেন (বড়দল গার্লস হাইস্কুল), হল সুপার দেবব্রত রায় (ত্রয়োদশ পল্লী) ও সুশান্ত কুমার মন্ডল (ফকরাবাদ ফকিরবাড়ি হাইস্কুল)।
বিছট কেন্দ্র ঃ কেন্দ্র সচিব জয়দেব কুমার দাশ (বিছট হাইস্কুল), সহকারী সচিব সুকুমার বিশ্বাস (পাইওনিয়ার গার্লস হাইস্কুল), হল সুপার পারভিন সুলতানা (কাকবাসিয়া হাইস্কুল) ও আবুল কালাম আজাদ (ইউনাইটেড একাডেমী প্রতাপনগর)।
সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ঃ কেন্দ্র সচিব সঞ্জয় কুমার দাশ (অধ্যক্ষ সুন্দরবন কলেজ), হল সুপার বিশ্বনাথ দাশ, সহকারী হল সুপার মনিরুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]