প্রধানমন্ত্রী ঘোষিত চাকুরী স্থায়ীকরণের ঘোষণা বাস্তবায়নসহ চারদফা দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা মানববন্ধন ও র্যালি করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সিএইচসিপি’র সভাপতি বজলুর রহমান বাবু।
বক্তব্য রাখেন স ম সেলিম রেজা, সাইফুজ্জামান সাগর, স্মৃতি রাণী দাস প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে আজ সবাই গর্ব করে অথচ সেই ক্লিনিকের সেবাদানকারী সিএইচসিপিরা চরম মানবেতর জীবন যাপন করছে। তাদের কোন পদোন্নতি, প্রবৃদ্ধি ফান্ড নেই। তারা দাবি করেন, অবিলম্বে এগারতম গ্রেড ও ইনক্রিমেন্ট দেয়া হোক।
সূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]