দেশব্যাপী ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উদযাপন উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশাশুনি থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কমিউনিটি পুলিশিং ডে এর র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।
আলোচনা সভায় (ওসি) তদন্ত বলেন, ‘সেবাই পুলিশের ধর্ম-পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মসূচি নিয়ন্ত্রণে দেশের পুলিশ কাজ করে যাচ্ছে।'
তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]