জি.এম আবুল হোসাইন, আশাশুনি: বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা।
এ লক্ষ্যকে সামনে রেখে বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে (১২ ফেব্রুয়ারী) সোমবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. সাইদুল ইসলাম, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. হান্নান ইসলাম, স্বাস্খ্য পরিদর্শক মো. আবু মুছা, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম।
উক্ত ম্যাচটি পরিচালনা করেন, আশশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় বি.পি.এড শিক্ষক মো. আনিছুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাশ।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী, ছাত্র-ছাত্রী ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠান কেন্দ্রিক সার্বিক সমন্বয়কারী হিসবে উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]