আশাশুনি উপজেলার বড়দলে এক কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।
সোমবার সকাল ৮ টায় বড়দলের ফকরাবাদ গ্রামে কৃষক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার শেফালী রানী শীলের জমির ধান কেটে দেওয়া হয়।
ফকরাবাদ মৌজায় বড়দল ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল ও বর্গাদার সাধন চন্দ্রের স্ত্রী শেফালী রানী শীল দেড় বিঘা জমিতে ব্রি ৫০ ধান চাষ করেন। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের জমির ধান কাটার উৎসবে মিলিত হন বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশাশুনি সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিমের নেতৃত্বে ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা মোড়ল, কৃষক আব্দুল গনি, ২নং ওয়ার্ড আফছার উদ্দিন, কৃষক নেপাল দাশ, জাকির হোসেন, কৃষাণি শিল্পী, ছন্দা রানী ও পুস্প রানী।
তারা স্বেচ্ছায় নিজস্ব উদ্যোগে কৃষকের ধান কেটে দিয়েছেন।
আশাশুনি সরকারি কলেজে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে নিরবতা পালন
আশাশুনি সরকারি কলেজে শিক্ষামন্ত্রীর মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়েছে। সোমবার সকালে কলেজে এ নিরবতা পালন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি’র মাতৃবিয়োগে মরহুমার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মরহুমার মৃত্যুতে আশাশুনি সরকারি কলেজ পরিবার শোকাহত। নিরবতা পালন অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]