আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ বিভাগ আশাশুনির আয়োজনে বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন চাষী আঃ কাদেরের ঘেরের আইলে সবজি টমেটো প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পরে একই প্রকল্পের আওতায় কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের হাবিবুল্লাহর ভুট্টার সাথে আন্তঃ ফসল হিসাবে লাল শাক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উভয় স্থানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এস এম খালিদ সাইফুল্লাহ ও কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ।
অনুষ্ঠানে কৃষক আঃ কাদের, কৃষক হাবিবুল্লাহ প্রমুখ আলোচনা রাখেন।
আশাশুনি কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিরনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সভায় এসএপিপিও আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বীজ ধান ও সার বিতরণ কার্যক্রম, চলতি মৌসুমের বীজতলার অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনির বিভিন্ন প্রাইমারী স্কুলে কোভিড টিকাদান
আশাশুনি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ ২য় ডোজের টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুলগুলোতে একযোগে টিকা দেওয়া হয়।
ধান্যহাটি ও সোদকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ আশাশুনি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোদকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ ২য় ডোজ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় বিদ্যারয় দু’টির ৫-১১ বছর বয়সী শিশুদেরকে টিকা প্রদান করা হয়।
বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ বিদ্যালয়ের ৫-১১ বছর বয়সী সকল শিক্ষার্থীদের করোনা টিকার ২য় ডোজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রবীন্দ্রনাথ সরকার। এসময় পিটিএ কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
আনুলিয়া ইউনিয়ন ঃ উপজেরার আনুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিছট সরকারি প্রাথমিক বিদ্যারয়ূ, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় মাদ্রাসার ৫-১১ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের টিকা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য দায়িত্বশীলদের পাশাপাশি কর্মকর্তাবৃন্দ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]