আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
বুধবার (১লা মার্চ) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলা স্থলে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শণের মাধ্যমে উপজেলা পরিষদ মেলার (২৭ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করা হয়। মেলায় ১১ টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শণ ও গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের মাধ্যমে কৃষকদেরকে সচেতন করা ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ,কৃষি ব্যাংক অফিসার তারিকুল ইসলাম প্রমুখ। উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৩ জন সফল কৃষককে পুরস্কৃত করা হয় এবং উপজেলার ১১ ইউনিয়নে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় কাজ করানোর জন্য ১১টি মিনি গার্ডেন ক্লিনার (মিনি পাওয়ার ট্রেলার) হস্তান্তর করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]