আশাশুনিতে ক্ষুদ্রও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল ইসলাম।
উপ-সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের স ালনায় অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০০ কৃষককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
ক্যাপশান ঃ আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন ইউএনও ইয়ানুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]