আশাশুনিতে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও সরঞ্জামাদি বিতর করা হয়েছে। সোমবার সকালে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাই সাইকেল, বুট, শার্ট-প্যান্ট, শাড়ি-পেটিকোট, বেল্ট ও ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) দীপারানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি থানার ওসির প্রতিনিধি এসআই জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপঙ্কর কুমার সরদার দিপ, হাজী আবু দাউদ ঢালী ও ওমর ছাকি পলাশ প্রমুখ আলোচনা রাখেন। সভায় গ্রাম পুলিশদের মধ্যে বক্তব্য রাখেন, দফাদার মোক্তাজুল হক।
আলোচনা সভা শেষে উপজেলার ১১ ইউনিয়নের ১০১ জন গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) একটি করে বাই সাইকেল ও ১০৩ জনকে (দু’জন মহিলাসহ) পোশাক ও অন্য সরঞ্জাম প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]