আশাশুনিতে ঘর নির্মান নিয়ে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে।
এ ঘটনায় ফকরাবাদ গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আলী হায়দার বাদী হয়ে তিন জনকে আসামী করে আশাশুনি থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সুত্রে জানাগেছে ফকরাবাদ গ্রামের রাজ্জাক সরদারের পুত্র আলী হায়দার তার বাড়ী সংলগ্ন রাস্তার পাশে ঘর নির্মান করছিলো।
একই গ্রামের মৃত. আপিল গাইনের পুত্র রাজ্জাক গাইন, মৃত. দবির গাইনের পুত্র হাসমত গাইন ও মৃত. পাগলা সরদারের পুত্র বাক্কার সরদার প্রতিপক্ষ আলী হায়দারের বসত বাড়ীর সিমানায় অনধিকার প্রবেশ করে কাজে বাঁধার সৃষ্টি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক গাইন গংরা আলী হাদারকে মারপিট করে রক্তাক্ত জখম করে। আলী হায়দারের মা রাশিদা খাতুন ঠেকাতে এলে আসামিরা আদলা ইট দিয়ে মায়ের মাথায় ডান পাশে আঘাত করে ফোলা থেথলানো জখম করে এবং বুকে লাথি মেরে গলা টিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। তার পিতা ঠেকাতে এলে তাকে কিল-ঘুষি মেরে আহত করে। তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে নিয়ে আসে।
আহতদের দু’জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে যায় এবং গুরুতর আহত রাশিদা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তÍুতি চলছিল বলে তাদের পরিবার সূত্রে জানাগেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]