"প্রশিক্ষিত যুবক উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের অংশগ্রহণে আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ড যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ইসমত আরা, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। আলোচনা সভায় যুব উন্নয়নের প্রশিক্ষিত যুবক-যুবতী ও কিশোর, কিশোরী অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]