আশাশুনি ব্যুরো : আশাশুনির দরগাহপুর ইউনিয়নের রামনগরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে মারপিট ও খুন জখম করার হুমকির প্রতিবাদে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, রামনগর গ্রামের মৃত উজির আলী সরদারের পুত্র শের আলী সরদারের সঙ্গে জমিজমা নিয়ে কুরবান আলীর পুত্র কামরুল ইসলাম, ইমান আলীর পুত্র নূর ইসলাম, মৃত গোপাল মিস্ত্রীর পুত্র সাইদুল ইসলাম, ইমান আলীর পুত্র রমজান আলী, মৃত বাবর আলী সরদারের পুত্র আব্দুল হাকিম সরদার গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। শত্রæতার জের ধরে গত ২৪ আগষ্ট সকাল ৯টার দিকে কামরুল গংরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে শের আলী সরদারের বশত বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীর ঘেরা বেড়া ভাংচুর করে। পরিবারের লোকজন আসলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে চলে যায় এবং ঘর বাড়ী ভাংচুর সহ পরিবারের লোকজনদের মেরে লাশ গুম করে দেবে বলে আষ্ফালন করে। এব্যাপারে শের আরী সরদার বাদী হয়ে ৮ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]