আশাশুনি উপজেলার ঝিকরায় মারপিট ও লুটপাট করে জমি জবর দখলের প্রতিকার এবং আক্রমণকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামের সুখনাথ সরকারের ছেলে কাশিনাথ সরকার লিখিত বক্তব্য এবং কালিপদ মন্ডল, নমিতারাণী মন্ডল ও রীনা রাণী মন্ডল বলেন, ঝিকরা মৌজায় এসএ ২৯, সিএস ১৬ খতিয়ানে রেকর্ডীয় মালিক শ্রীরাম ও প্রাণ নাথ এবং তাদের ওয়ারেশ অভিলাষ মন্ডল ও পাগল মন্ডল দিং ১১ বিঘা জমি বংশ পরম্পরায় শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। সেটেলমেন্ট জরিপে তাদের নামে রেকর্ড ও খাজনাদি পরিশোধ করা আছে। উক্ত জমি তারা আশাশুনি গ্রামের হাল সাকিন শ্রীকলস এর আলমগীর হোসেনের কাছে ডিড প্রদান করেছে। ডিড গ্রহিতা বুধবার বেলা ১২ টার দিকে অভিলাষের ভাইপো কালিপদ'র বাড়িতে কথাকাজ করতে যান।
এসময় শাহনগর গ্রামের মৃত শাহ গোলাম ইদ্রিসের ছেলে মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে ঢুকে মারপিট করে জখম করে। হামলায় কালিপদ মন্ডল, আলমগীর, মিজানুর ও রিনা রায় আহত হয়েছেন। আলমগীর ও মিজানুরকে সাতক্ষীরা মেডিকেলর ভর্তি করা হয়েছে।
এব্যাপারে মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]