আশাশুনি ব্যুরো ঃ আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় একই স্থানে এসে শেষ হয়। "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার গড়বো বাংলা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়ল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিপিপির সদস্যবৃন্দ, উত্তরণ, লিডার্স, ফ্রেন্ডশিপ এনজিওর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]