জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মসূচির শুরুতে সমবায় অফিসের সামনে থেকে র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।
উপজেলা সমবায় অফিসার সন্যাসী মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক উত্তম মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক বাবুরাম বুধুই, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
সভায় সমবায়ী গীতা রায়, সমবায় অফিসের সহকারী পরিদর্শক তানভীর হোসেন, অফিস সহকারী ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
অনুষ্ঠানে সফল সমবায় সংগঠন হিসাবে কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, যদুয়ারডাঙ্গা দঃপাড়া একতা বহুমুখী সমবায় সমিতি, কল্যাণপুর যুব উন্নয়ন বহুমুখী স, স, গাইয়াখালী সূর্য্যমুখী স য় ও ঋণদান সমিতি, আশাশুনি পূর্বপাড়া মিলন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, আশাশুনি ইউসিসিএ লিঃ ও পারিশামারী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]