আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত হয়েছে। "উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়" প্রতিপাদ্যে সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমৃদ্ধি কর্মসূচির "উন্নয়নে যুব সমাজ" কার্যক্রমের আওতায় এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
"উন্নয়ন" সংস্থার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়ানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং গিতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এম.এম আজিজুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবর রহমান, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা সহকারি পরিবার পরিকল্পনা অফিসার মো. মশিউর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]