জি এম আল ফারুক, আশাশুনি: জাতীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ করেছে আশাশুনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সকাল ১১ঘটিকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশাশুনি উপজেলা শাখার নাভিদ নৌরজ আকাশ, মফিজুল ইসলাম, ফাহিম হোসেন, মাসুদ রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল আশাশুনি সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে আশাশুনি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জাতীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তার লক্ষ্যে জন সচেতনা বৃদ্ধির জন্য আশাশুনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল সমাবেশে অংশগ্রহণ করেন আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।
বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ বলেন-কোন অপশক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করব। সকল অপশক্তির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ইতোমধ্যে রুখে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে সকল চক্রান্ত নস্যাৎ করতে আমরা অঙ্গীকার বদ্ধ।
সমাবেশ শেষে অত্র এলাকার দূর্গাপুর, আদালতপুর (৪নং ওয়ার্ড), গাছতলার (১নং ওয়ার্ড) হিন্দু সম্প্রদায়ের পরিবারের প্রতি খোঁজ খবর নেন ছাত্র নেতৃবৃন্দ এবং তাদের বাড়ি ও মন্দিরের নিরাপত্তায় নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে আহŸান জানান। সাথে সাথে তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]