আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা, মৎস্যজীবি প্রতিনিধি নিতাই ঢালী প্রমুখ। সভায় সরকার ঘোষিত নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা ঊহৃ করা, উপজেলার ৪৫৫৫ জন জেলেকে ৩০ কেজি করে চাউল সহায়তা, মৎস্য সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]