নানা আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়।
জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবর রহমান, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আশু, আরিফুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহিম, মো. সিরাজুল ইসলাম, আবুল কালাম, সাইদুর রহমান, প্রভাষক নুরুল হুদা, উপজেলা তরুণ লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ইমারত শ্রমিক সমিতির সভাপতি আহসান গাজী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, সাধারণ সম্পাদক উজ্বল হোসেন, উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ইকরামুল কবির, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহিনুর গাজী সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, তরুণলীগের এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ সহ আরো অনেকেই।
বক্তারা আলোচনায় বলেন, স্বাধীনতা অর্জনের দুই বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিলো শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করবে জাতীয় শ্রমিক লীগ। তারই ধারাবাহিতায় আজ জাতীয় শ্রমিক লীগ ৫১ বছর অতিক্রম করলো জাতীয় শ্রমিকলীগের এই ইতিহাস -ঐতিয্য আগামীতেও অব্যাহত থাকবে।যুগে যুগে জাতীয় শ্রমিক লীগ শ্রমিকের অধিকার আদায়ে কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত শ্রমিকদের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে দেশের অর্থনীতি। বক্তারা আরো বলেন, এ যাবৎকালের মধ্যে জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলা শাখা ঢালী সামছুল আলমের নের্তৃত্বে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। সামনের দিনগুলো এ ধারা অব্যাহত থেকে উপজেলা আরো গতিশীল হবে এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আশাশুনি থানা মসজিদের ইমাম ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক হাফেজ মাওলানা বাকি বিল্লাহ। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]