আশাশুনিতে টিসিবি’র পণ্য বিক্রয় মনিটরিং করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের নির্দেশে প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ টিসিবি'র পণ্য বিক্রয়ের মনিটরিং করা হয়। মনিটরিংকালে টিসিবি'র পণ্য বিক্রয়ে কোন দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কিনা এবং সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা খোঁজখবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ, পিআইও সোহাগ খান, নোহা এন্টারপ্রাইজ লিঃ ও টিসিবি'র পণ্য বিক্রয়ের ডিলার আব্দুল আজিজ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]