আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি ৩ ছাত্র আহত হয়েছে।
গুরুতর আহত একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে আশাশুনি ফায়ার সার্ভিসের কাছে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ছাত্র সজিব তার মোটরসাইকেলে আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্টর ছেলে এসএসসি ফল প্রার্থী অন্তর ও শিক্ষক আসিফ ইকবালের ছেলে এইচএসসি ফল প্রার্থী প্রিয়কে নিয়ে আশাশুনি থেকে চাম্পাফুলের দিকে যাচ্ছিল। ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স অফিসের সামনে দিয়ে বাইপাস সড়ক মাঝ বরাবর ক্রস করে চাম্পাফুল সড়কে নামার পূর্বেই বড়দলের দিক থেকে আসা ট্রাক (খুলনা মেট্রো-১১- ০৪১৬) তাদেরকে ধাক্কা দিলে মটরসাইকেলটি পাশের পুকুরে গিয়ে পড়ে। মোটর সাইকেলের পিছনে থাকা প্রিয় সড়কের পিলারে আঘাত প্রাপ্ত হয়। তাদেরকে ফায়ার ব্রিগেটের গাড়িতে করে দ্রুত আশাশুনি হাসপাতালে নেওয়া হয়।
অবস্থা গুরতর হওয়ায় অ্যাম্বুলেন্সযোগে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]