সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির পক্ষে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৮টি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে মোবাইল কনফারেন্সের মাধ্যমে অর্থ বিতরণ উদ্বোধন করেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি।
বলাবাড়িয়া আমজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত নগত অর্থ বিতরণ অনুষ্ঠানে আমজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানার সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমের পরিচালনায় এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, প্রভাষক দীপঙ্গর বাছাড় দীপু, প্রভাষক নুরুল হুদা, বরুণ কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মৌমাছি এনজিওর নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি মুর্শিদ আলম ঢালী, আজাদুল ইসলাম, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকার, নিমাই চন্দ্র মন্ডল, মাখন চন্দ্র রায়, গোষ্ঠ কুমার মণ্ডল, আলহাজ্ব মোজাহার উদ্দিন ঢালীসহ উপজেলার ৬ নং ওয়ার্ডের সকল মন্দির কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।
এসময় বলাবাড়ীয়া বড় ঠাকুরের মন্দির, উত্তর বলাবাড়ীয়া শ্বশান মন্দির,দক্ষিণ বলাবাড়িয়া কালি মন্দির, ঠাকুরাবাদ কালি মন্দির, হাঁসখালি দূর্গা মন্দির, আমজাদ আলী হাইস্কুল বাসন্তি মন্দির, গাইয়াখালি কালি মন্দির এবং নাটানা কালি মন্দির। প্রত্যেক মন্দিরে ৯ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা ভ্যাট ও আয়কর সহ সর্বমোট ৭৫ হাজার টাকা প্রদান করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]